নেতাজির জন্মজয়ন্তীতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী

নেতাজির জন্মদিনেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী ২৩ জানুয়ারি কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল চলতি মাসেই রাজ্য সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, আগামী ২৩ জানুয়ারি কলকাতা বিমানবন্দরে সকালেই নামবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি কলকাতায় নেতাজি সুভাষ মেমোরিয়াল মিউজিয়ামের উদ্বোধন করবেন। যদিও ওই দিন তাঁর কোনও রাজনৈতিক কর্মসূচি রয়েছে কিনা সেটা এখনও জানা যায়নি। 

তবে বিধানসভা নির্বাচনের আগে নেতাজির জন্মদিনে মোদির রাজ্যে আগমণ রাজনৈতিক দিক থেকে যথেষ্ঠই তাৎপর্যপূর্ণ। কারণ বাংলার ভূমিপুত্র ও বহিরাগত তত্ত্বে এখন রাজ্য রাজনীতি সরগরম। এই পরিস্থিতিতে মোদি নেতাজি সেন্টিমেন্ট উস্কে দিয়ে বিজেপির বহিরাগত তকমায় আঘাত হানতে চাইছেন বলেই মনে করছেন রাজনৈতিক মহল। উল্লেখ্য, শেষবার প্রধানমন্ত্রী বাংলায় এসেছিলেন গত বছরের ২১ মে। আমফান ঘূর্ণীঝড়ের পরদিনই তিনি রাজ্যে ছুটে এসেছিলেন। ওই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড়কে সঙ্গে নিয়েই তিনি ঘূর্ণীঝড় বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করেন। অর্থাৎ প্রায় সাতমাস পর ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم