কেন্দ্রের সঙ্গে অষ্টম দফা বৈঠকের আগের দিন বৃহস্পতিবার ট্রাক্টর র্যালি করবেন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকরা। তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষক নেতা, তাঁদের দাবি মানতে নারাজ কেন্দ্রও। তাঁদের এই র্যালির জন্য দিল্লি সীমান্তে যান চলচল নিয়ন্ত্রণ করা হয়েছে। উত্তরপ্রদেশ ও হরিয়ানার সংযোগকারী ১৩৫ কিলোমিটারের কুন্ডলি-গাজিয়াবাদ-পালওয়াল এক্সপ্রেসওয়ে থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়েছে।
৪৮ নম্বর জাতীয় সড়কেও যান চলাচল ব্যাহত হতে পারে বলে জানিয়েছেন গুরগাঁয়ের পুলিশ। পাশাপাশি সিংঘু সীমান্তে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। কৃষি আইন বাতিলের দাবি জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। রেলমন্ত্রী পীযূষ গোয়াল অবশ্য আশাবাদী। তিনি বলেছেন, বৈঠকে সমস্যা মিটে যাবে।
إرسال تعليق
Thank You for your important feedback