ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ ও সিরিজের শেষ টেস্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল। ব্রিসবেনে ১৫ জানুয়ারি থেকে টেস্ট শুরু হওয়ার কথা। সেখানে কোয়ারেন্টাইনের নিয়ম আরও কঠোর করায় ব্রিসবেনে যেতে আপত্তি করেছে ভারত। করোনার সংক্রমণ বাড়ায় কুইনল্যান্ডের সীমান্ত সিল করা হয়েছে। ভারতীয় টিমকে যেতে হবে বিমানে। দুবাইয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর ভারতীয় টিম আর জৈব সুরক্ষা বলয়ে থাকতে নারাজ। অস্ট্রেলিয়া আসার পর সিডনিতেও তাঁদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। সফরের শেষে ব্রিসবেনে ফের কোয়ারেন্টাইনে যেতে নারাজ তাঁরা।
নিয়ম ভেঙে রেস্তরাঁয় খেতে যাওয়ায় ভারতীয় দলের যে পাঁচ ক্রিকেটারকে নিভৃতবাসে রাখা হয়েছে, তারা নির্দোষ বলেই মনে করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।। অস্ট্রেলিয়া ও ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টির তদন্ত করছে। রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমান গিল, পৃথ্বী শ ও নভদীর সাইনি নি.মভঙ্গের মতো কোনও কাজ করেনি বলেই ভারতের দাবি। তাঁরা বাইরেই বসেছিলেন। তবে বাইরে ঝিরঝিরে বৃষ্টি হওয়ায় তাঁরা ভিতরে চলে এসেছিলেন। জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের আলাদা করে রাখা হলেও তাঁরা প্র্যাকটিস করতে পারবেন।
إرسال تعليق
Thank You for your important feedback