বর্ষবরণে বাংলার রাজনীতি

এল নতুন বছর ২০২১। ঝড়ঝাপ্টা মৃত্যুমিছিল, করোনা আবহে কেটে গিয়েছে ২০২০। মানুষের কাছে একটাই প্রশ্ন কেমন যাবে এই বছরটি? রোগ সংক্রমণ তার নিজের জায়গাতেই থাকবে কিন্তু উত্তপ্ত হবে বাংলা ২০২১ এর বিধানসভা নির্বাচন নিয়ে। কার হাতে আসছে ক্ষমতা। শুক্রবার ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। পতাকা উত্তোলন থেকে রক্তদান সবই হয়েছে ক্ষমতার ৯ বছরে, আজও ব্যতিক্রম নেই। কিন্তু প্রশ্ন কর্মীদের মনে আসছে বছর কী হবে ? পাশাপাশি বাম কংগ্রেস কর্মীদের শুভেচ্ছা বার্তা দেওয়া ছাড়া আর কোনও বিশেষ অনুষ্ঠান নেই।

এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। দেশের প্রধানমন্ত্রী নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীর কাছে পাশাপাশি আনুষ্ঠানিক কোনও উৎসব রাজ্য দলে নেই। অবশ্য বসে থাকবেন না সদ্য দলে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী। আজ নন্দীগ্রাম ও কাঁথিতে তাঁর জনসভা আছে। পুরনো দলের ১ জানুয়ারি ধরেই এগোচ্ছেন তিনি। এখনও ভোটের হওয়া না উঠলেও নিঃসন্দেহে বলা যায় এবারের ভোটেই বাংলার ২০২১ এর সবচাইতে বড় ঘটনা হতে চলেছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم