দেরাদুনে 'বধাই দো'-র শুটিং শুরু করলেন ভূমি পেদনেকর ও রাজকুমার রাও। শ্যুটিং ফ্লোর থেকেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন ভূমি। 'বধাই দো' লেখা ক্ল্যাপবোর্ড হাতে নিয়ে রাজকুমারের সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে তাঁকে।ছবির ক্যাপশনে ভূমি লেখেন, আমাদের গল্প শুরু হল। এখানে রাজা ও রানি দু'জনেই রয়েছে। শার্দুল এবং সুমিও খুব সুন্দর। দুজনেই পরিস্থিতির শিকার। তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা করব, তারপরেই সব পরিষ্কার হয়ে যাবে। তারপরেই আমরা বলব #বধাইদো।
আয়ুষ্মান খুরানা, নীনা গুপ্ত ও গজরাজ রাও অভিনীত 'বধাই হো'-র সিকুয়েল হল 'বধাই দো'। সিনেমায় একজন শিক্ষিকার চরিত্রে রয়েছেন ভূমি আর এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার।
إرسال تعليق
Thank You for your important feedback