নতুন বছরে ভাইকে নিয়ে বাড়ি খুঁজছেন রিয়া

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী জামিন পেয়েছিলেন গত বছরের অক্টোবর মাসে। তাঁর ভাই শৌভিক তিনমাস জেলে থাকার পর জামিন পেয়েছিলেন গত বছরের শেষদিকে। এরপর দুজনকে আর জনসমক্ষে দেখা যায়নি। নতুন বছরের শুরুতেই ক্যামেরাবন্দি হলেন দুজনে। সূত্রের খবর, বাড়ি পরিবর্তন করতে চাইছেন রিয়া, তাই থাকার জন্য ভালো বাড়ির খোঁজেই ভাইকে নিয়ে বাইরে ঘুরেছেন তিনি। 

উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। প্রথমে তদন্ত শুরু করে মুম্বই পুলিশ, পরে তদন্তভার হাতে নেয় সিবিআই। সেই তদন্ত এখনও চলছে। কিন্তু এই ঘটনায় মাদক যোগ পাওয়া যাওয়ার ফলে তদন্তে নামে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। কেন্দ্রীয় এই সংস্থাই গ্রেফতার করে রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিককে। ২৮ দিন পর জামিন পান রিয়া, শৌভিকের জামিন হয় ৯০ দিন পর। 

বলিউড সূত্রের খবর, জেলে থাকায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন রিয়া। তবে বছরের শেষে কিছুটা সামলে নেয় বলেই দাবি রিয়ার ঘনিষ্ঠমহলের। এমনকী তিনি সিনেমা জগতে ফিরতে চাইছেন। তাই নতুন বাড়ি খুঁজছেন, যাতে নতুনভাবে জীবন শুরু করা যায়। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم