ভারতীয় শিবিরে ফের ধাক্কা, চিন্তার ভাঁজ ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানের কপালে। সিডনি টেস্টে তৃতীয় দিনে ব্যাট করার সময় গুরুতর চোট পেলেন ঋষভ পন্থ। অজি পেসার প্যাট কামিন্সের বল সরাসরি তাঁর বাঁ হাতে এসে লাগে। তবে সেই অবস্থাতেই তিনি ব্যাট করেছেন। এদিন ৩৬ রানেই হ্যাজেলউডের বলে উইকেট হারিয়ে প্যাভিলনে ফেরেন পন্থ। দ্বিতীয় ইনিংস শুরু হলেও তাঁর পরিবর্তে মাঠে উইকেটকিপারের দায়িত্বে দেখা গেল বাংলার ঋদ্ধিমান সাহাকে। অপরদিকে মিচেল স্ট্রাকের শর্ট বলে আঘাত লেগেছিল অল রাউন্ডার রবীন্দ্র জাদেজার। পরে বিসিসিআই টুইট করে জানায় তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। জাদেজার বাঁ হাতের বুড়ো আঙ্গুলে চোট লেগেছে। আপাতত সকলেই তাঁকেয়ে আছেন স্ক্যান রিপোর্টের দিকে।
Rishabh Pant was hit on the left elbow while batting in the second session on Saturday. He has been taken for scans. #AUSvIND pic.twitter.com/NrUPgjAp2c
— BCCI (@BCCI) January 9, 2021
বিসিসিআইয়ের তরফে টুইট করে জানানো হয়, ব্যাট করার সময় ঋষভ পন্থের বাঁ হাতের কনুইয়ে আঘাত লেগেছে। স্ক্যান করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। ফলে ধরে নেওয়া যায় দ্বিতীয় ইনিংসে ঋদ্ধি উইকেটকিপারের দায়িত্ব সমলালেও ব্যাট করতে পারবেন না। পন্থ সুস্থ হয়ে না উঠলে একজন ব্যাটসম্যান কম নিয়েই খেলতে হবে ভারতকে। এর আগে চোট পেয়ে সিরিজ থেকে বাদ পড়েছেন মহম্মদ শামি ও উমেশ যাদব। এবার সেই তালিকায় নাম উঠতে চলেছে তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের? উত্তর মিলবে শীঘ্রই।
UPDATE - Ravindra Jadeja suffered a blow to his left thumb while batting. He has been taken for scans.#AUSvIND pic.twitter.com/DOG8SBXPue
— BCCI (@BCCI) January 9, 2021
إرسال تعليق
Thank You for your important feedback