গ্রেগ চ্যাপেল মানেই বিতর্ক। তিনি কিছু বলবেন, বা ঘটাবেন তাতে বিতর্ক হবে না এটা ভাবা যায় না। সম্প্রতি ক্রিকেটের গত ৫০ বছরের সেরা বিশ্ব একাদশ তৈরি করেছেন গুরু গ্রেগ। বরাবরের বিতর্কিত চরিত্র গ্রেগ তাঁর দলে রাখেন নি ৫০ বছরের শ্রেষ্ট ব্যাটসম্যান সচিন তেন্ডুলকারকে! রাখেননি সুনীল গাভাসকরের মতো বিশ্ব সেরা ওপেনিং ব্যাটসম্যানকেও। নেই ব্রায়ান লারা, ইমরান কিংবা কপিল দেবের মত কিংবদন্তিদের। নেই নিউজিল্যান্ড কিংবা শ্রীলংকার কোনও খেলোয়াড়ও। অবশ্য নিজেকে বা দাদা ইয়ান চ্যাপেলকেও দলে রাখেননি গুরু গ্রেগ। আবার অবাক করার বিষয় গ্রেগের প্রিয় খেলোয়াড় রাহুল দ্রাবিড়ও নেই সেরা একাদশে। ভারত থেকে স্থান দিয়েছেন শুধু বিরাট কোহলিকে। তাহলে কারা কারা স্থান পেলেন গ্রেগ চ্যাপেলের সেরা একাদশে?
গ্রেগের একাদশ - কলিন মিলবার্ন, বীরেন্দ্র শেহবাগ, ভিভিয়ান রিচার্ডস, গ্রেম পোলক, বিরাট কোহলি, গ্যারি সোবার্স, এডাম গিলক্রিস্ট, ওয়াসিম আক্রাম, ডেনিস লিলি, শেন ওয়ার্ন এবং জেফ টমসন। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রেখেছেন মহেন্দ্র সিং ধোনিকে। তাঁর এই একাদশ দেখে ব্রিটিশ কাগজে তাঁর মুণ্ডুপাত করা হয়েছে, বলা হয়েছে গ্রেগ তোমার প্রচুর বয়স হয়েছে এবার বিশ্রাম নাও |
إرسال تعليق
Thank You for your important feedback