বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় নিয়ে আত্মবিশ্বাসী ব্রাইট

শনিবার সন্ধ্যায় শক্তিশালী বেঙ্গালুরু এফসির মুখোমুখি হচ্ছে এসসি ইস্টবেঙ্গল। শেষ তিন ম্যাচে হেরেছে সুনীলের বেঙ্গালুরু, ইস্টবেঙ্গলও খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। অন্যদিকে ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে আইএসএলের মাঝপথেই সরে দাঁড়িয়েছেন বেঙ্গালুরু এফসির কোচ কার্লোস কুয়াদ্রাত। ফলে সহকারি কোচ থাকবেন ডাগ আউটে, প্রায় একই অবস্থা ইস্টবেঙ্গেলরও। হেড কোচ রবি ফাওলার নির্বাসিত, ফলে ডাগ আউটে থাকবেন লাল হলুদের সহকারী কোচ। 

 চলতি মরশুমে এসসি ইস্টবেঙ্গল একমাত্র ওডিশার বিরুদ্ধে প্রথম জয় পেয়েছে। তবে শেষ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে দশজনে খেলেও দুরন্ত লড়াই দিয়েছে লাল-হলুদ শিবির। ম্যাচ হারেনি ফাওলারের ছেলেরা। তাই এদিনের ম্যাচ জিতে ৩ পয়েন্ট পেতে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল। 

কারণ শেষ দুই ম্যাচে দর্শকদের মন জয় করেছেন লাল-হলুদের নতুন নাইজেরীয় স্ট্রাইকার ব্রাইট এনোবাখার। প্রথমে ওডিশার বিরুদ্ধে ১৫ মিনিট খেলেই দুরন্ত গোল করেন। শেষ ম্যাচেও এফসি গোয়ার চার ডিফেন্ডারকে টেক্কা দিয়ে বিশ্বমানের গোল করেছেন ব্রাইট। দেশের প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে ফুটবলপ্রেমীদের মুখে শোনা গিয়েছে তাঁর প্রশংসা। ম্যাচের আগের দিনই ব্রাইট বলেছেন, এখানে খেলে দারুণ অভিজ্ঞতা হল। চেষ্টা করব ম্যাচ জিতে ৩ পয়েন্ট সংগ্রহ করার। চোটের  কারণে বেঙ্গালুরুর বিরুদ্ধেও অনিশ্চিত পিলকিংটন। শনিবারই ইস্টবেঙ্গলের অধিনায়ক ড্যানি ফক্সের উপর থেকে নির্বাসনও তুলে নিল এআইএফএফ। ফলে এফসি বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামতে আর কোনও অসুবিধা থাকল না ফক্সের।   


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم