পরীক্ষার একদিন আগে অনলাইন ক্লাস থেকে বাদ দেওয়া হল ১০০০-এর বেশি ছাত্রীকে। স্কুলের ফি জমা না দেওয়ায় শিক্ষার্থীদের বিরুদ্ধে এমন অমানবিক ব্যবস্থা নেওয়ার অভিযোগ উঠল জি ডি বিড়লা গার্লস স্কুলের বিরুদ্ধে। বুধবার এর প্রতিবাদে সকাল থেকেই ভুক্তভোগী অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বেশ কয়েকজন ছাত্রীও উপস্থিত ছিল সেখানে।
অভিভাবকদের অভিযোগ, বুধবার অর্থাৎ ১৩ জানুয়ারি থেকে চতুর্থ অ্যাসেসমেন্ট বা পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু তার আগের দিন সন্ধেবেলায় কোনও কিছু না জানিয়েই নবম ও দ্বাদশ শ্রেণির প্রায় ১০০০ জন ছাত্রীকে হোয়াটসঅ্যাপের ভার্চুয়াল ক্লাস রুম থেকে বের করে দেওয়া হয়। তাঁদের দাবি, করোনা আবহে যুক্তিসঙ্গত ফি নেওয়ার বিষয়ে গত অক্টোবরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করেছিলেন অভিভাবকরা। আদালতের নির্দেশে নন অ্যাকাডেমিক ছাড়া সাম্প্রতিক সমস্ত ফি মিটিয়েছেন তাঁরা। এমনকী, অনেকে নন অ্যাকাদেমিক ফি সহ স্কুলের বকেয়া সমস্ত ফি-ও মিটিয়ে দিয়েছেন। তারপরেও স্কুল কর্তৃপক্ষের এমন অমানবিক পদক্ষেপ আদালত অবমাননা বলেই মনে করছেন তাঁরা। এদিন বেলা সাড়ে দশটায় স্কুলের অ্যাকাউন্ট অফিসার বিক্ষোভকারীদের মধ্যে থেকে দুজন প্রতিনিধির সঙ্গে কথা বলেন। সেখানে বলা হয়, বকেয়া ফি অবিলম্বে মিটিয়ে দিলে বিকল্প একটি দিনে পরীক্ষার ব্যবস্থা করা হবে হবে। স্কুলের এই সিদ্ধান্তে হাইকোর্টের নির্দেশের কী হবে, সে বিষয়ে মুখে কুলুপ কর্তৃপক্ষের।
إرسال تعليق
Thank You for your important feedback