ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের সুড়ঙ্গের কাজের জন্য ১৫ জানুয়ারি, শুক্রবার থেকে বন্ধ শিয়ালদহ বিদ্যাপতি সেতুর একাংশ। কর্তৃপক্ষ সূত্রে খবর, ১৫ জানুয়ারি রাত ১১টা থেকে ১৯ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত উড়ালপুলের ওপর দিয়ে যানচলাচল বন্ধ থাকবে। এর ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা বাস ও অন্যান্য গাড়িগুলির রুট ঘুরিয়ে দেওয়া হবে। মানিকতলার দিক থেকে শিয়ালদহ স্টেশন বা মৌলালির দিকে যাওয়া বাস ও গাড়িগুলি রাজাবাজার থেকে ঘুরে নারকেলডাঙা মেন রোড, ফুলবাগান হয়ে শিয়ালদহ আসবে। মৌলালি-মল্লিকবাজার হয়ে রাজাবাজার বাস স্ট্যান্ডে যাওয়া বাসগুলি এনআরএস হাসপাতালের কাছে সাময়িক স্ট্যান্ড করবে। অপরদিকে, উত্তর কলকাতা থেকে মল্লিকবাজার আসা বাস বা গাড়িগুলি আমহার্স্ট স্ট্রিট ক্রসিং হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট, লেনিন সরণি হয়ে মৌলালি মোড় থেকে মল্লিকবাজারের দিকে যাবে।
প্রসঙ্গত, এর আগে মেট্রোর সুড়ঙ্গের কাজ চলাকালীন বউবাজার বিপর্যয়ের কথা মাথায় রেখেই শিয়ালদহের বিদ্যাপতি সেতুতে যানচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত অক্টোবরেও সাময়িক বন্ধ ছিল এই সেতু। তবে সেইসময় বেশি সমস্যা না হলেও এবার কয়েকদিন ভোগান্তির শিকার হতে পারেন শহরবাসী। মঙ্গলবার অবধি এই চারদিন ফ্লাইওভারের বন্ধ থাকা অংশের নীচের সমস্ত দোকানও বন্ধ রাখতে বলেছে রেল কর্তৃপক্ষ।
إرسال تعليق
Thank You for your important feedback