চারদিন পরেই শুরু হতে চলেছে দেশে করোনার গণ টিকাকরণ। পুনের সিরাম ইন্সটিটিউট থেকে সোমবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্তে পৌছতে রওনা হয়েছে টিকাভর্তি ভ্যান। পুনে বিমানবন্দর থেকে তা যাবে সর্বত্র। ভোর পাঁচটার আগেই তিনটি ভ্যান যায় বিমানবন্দরে। ওই ভ্যানগুলিতে রয়েছে ৩২ কেজি ওজনের ৪৭৮টি বাক্স। ভ্যান রওনা হওয়ার আগে পুজোও হয়েছে। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে গণ টিকাকরণ।
মঙ্গলবার সকাল দশটার মধ্যে দেশের ১৩টি জায়গায় ওই টিকা পৌছে যাবে। যাবে দিল্লি, আমেদাবাদ, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, কারনাল, চণ্ডীগড়, হায়দরাবাদ, বিজয়ওয়াদা, গুয়াহাটি, লখনউ এবং ভুবনেশ্বরে। দুটি মালবাহী এবং ৬টি বাণিজ্যিক উড়ানে টিকাগুলি পাঠনো হচ্ছে। মুম্বইয়ে টিকা যাচ্ছে সড়কপথে। উল্লেখ্য, সোমবারই কেন্দ্র সিরাম ইনস্টিটিউটকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার বরাত দিয়েছে। এছড়া, ভারত বায়োটেকের টিকারও বরাত দেওয়া হয়েছে। আপাতত ৬ কোটি টিকার ডোজ কেনা হচ্ছে।
إرسال تعليق
Thank You for your important feedback