রবিবারই স্থির হয়েছে মিম এবং আব্বাস সিদ্দিকি একযোগে বঙ্গ বিধানসভায় লড়বে এবং সংখ্যালঘু এলাকায় তারা প্রার্থী দেবে। এই বার্তায় রে রে করে তৃণমূল জানিয়েছে যে মিম প্রধান আসাদুদ্দিন আসলে প্রতি রাজ্যে প্রার্থী দিয়ে বিজেপিকে সহজতা করছে পরোক্ষভাবে যথা ইদানিংকালে বিহার। এর রেশ না কাটতেই পশ্চিমবঙ্গ শিবসেনা জানাল তারাও আগামী নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেবে। রাজ্য সম্পাদক অশোক সরকার জানান, তাদের লড়াই বাঙালির জন্য এবং এ রাজ্যে ফ্যাসিস্ট শক্তিকে আটকানোর জন্য।
শিবসেনা মূলত উত্তরবঙ্গ টার্গেটে নামছে। তারা জোট বেঁধেছে ' আমরা বাঙালি' 'উত্তরবঙ্গ সমাজ পার্টি' এবং উত্তরবঙ্গ আদিবাসী পরিষদের সঙ্গে। অশোকবাবু আরও জানান, জঙ্গলমহলেও তাঁরা ওই অঞ্চলের দলগুলির সাথে জোট বাধবে। প্রতিক্রিয়া হিসাবে বিশেষজ্ঞ মহল বলছে, এটি পরোক্ষে বিজেপির ভোট কাটার খেলা। অবশ্য রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানান, এ রাজ্যে যে দলের অস্তিত্বই নেই, তাদের বিষয়ে মন্তব্য নিষ্প্রয়োজন।
إرسال تعليق
Thank You for your important feedback