স্বামী বিবেকানন্দের জন্মদিনেই শহরে জোড়া মিছিল। আর এই দুই মিছিলের মাধ্যমেই বঙ্গ রাজনীতির যুযুধান দুই শিবির নিজেদের শক্তি প্রদর্শন করবে। বলা ভালো এই মুহূর্তে রাজ্যের দুই সবচেয়ে আলচ্য যুব নেতা মিছিলের অগ্রভাগে থাকবেন। একজন শাসকদলের যুব সংগঠনের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যজন শাসকদল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক সময়ে যাঁরা একে অপরকে তীব্র রাজনৈতিক আক্রমণ করে চলেছেন।
রাজ্য বিজেপি আগেই জানিয়েছিল স্বামীজির জন্মদিনে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত একটি মিছিল হবে। এবার জানা গেল, এই মিছিলের নেতৃত্ব দেবেন সদ্য বিজেপিতে আসা শুভেন্দু। বিজেপিতে যোগদানের পর কলকাতায় এটাই তাঁর প্রথম কর্মসূচি। আবার বিজেপির মিছিলের পাল্টা কর্মসূচি হিসেবে দক্ষিণ কলকাতায় মিছিল করার কথা ঘোষণা করল যুব তৃণমূল। গোলপার্ক থেকে হাজরা মোড় অবধি সেই মিছিলের নেতৃত্ব দেবেন যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে আগামী ১২ জানুয়ারি উত্তর ও দক্ষিণ কলকাতায় জনজোয়ার নামবে সে কথা বলাই বাহুল্য। যদিও বিজেপির মিছিলটি অরাজনৈতিক বলেই জানানো হয়েছে। বিজেপির মিছিলে কোনও দলীয় পতাকা থাকবে না, শুভেন্দু ছাড়া কোনও শীর্ষ নেতাও থাকবেন না। কিন্তু তৃণমূল যুব-র মিছিল হবে রাজনৈতিক। মিছিলের শেষে হাজরা মোড়ে একটি জনসভাও হবে বলে জানিয়েছে তৃণমূল। সূত্রের খবর, মিছিলে জনজোয়ার আনতে ইতিমধ্যেই কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলায় দলীয় স্তরে বার্তা পাঠিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ওই বার্তায় জানানো হয়েছে ১২ জানুয়ারির মিছিলে উপস্থিতি বাধ্যতামূলক।
إرسال تعليق
Thank You for your important feedback