পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের ভাঙন অব্যহত। এবার পদত্যাগ করলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামলকুমার আদক। শুক্রবার তিনি এক প্রতিনিধির মাধ্যমে তিনি মহকুমাশাসকের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই জেলায় পরিচিত শ্যামল আদক। তবে হলদিয়া পুরসভার চেয়ারম্যান পদ ছাড়লেও এখনই তিনি দল ছাড়ছেন না বলে খবর। আগামী দিনে বিজেপিতে যোগ দেবেন কিনা তা নিয়েও মুখ খোলেননি তিনি।
বিধানসভা নির্বাচনের আগে ক্রমেই প্রকাশ্যে আসছে তৃণমূল কংগ্রেসের ভাঙন। এদিকে শুভেন্দু অধিকারীর বিজেপি যোগের পর থেকেই পশ্চিম মেদিনীপুরের অধিকারী পরিবার ও তাঁদের ঘনিষ্টদের উপর কোপ পড়তে শুরু করেছে। তৃণমূলের সাংগঠনিক পদ সহ নানা প্রশাসনিক পদ থেকে তাঁদের সরিয়ে অখিল গিরি ও তাঁর ঘনিষ্ঠদের প্রাধান্য দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নিজের সম্মান ধরে রাখতে তাঁকে অপসারণ করার আগেই নিজেই পদত্যাগ করলেন শ্যামলকুমার আদক। অপরদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূলের সম্পাদক রাধাকান্ত দাঁও ইস্তফা দিয়েছেন।
إرسال تعليق
Thank You for your important feedback