বাম কংগ্রেসের জোট প্রক্রিয়া চলেছে, তবে ঠিকই হয়ে গিয়েছে একসাথে লড়ার | প্রচার থেকে অন্যান্য কাজও একসাথেই চলবে বলে জানা গেলো | আজ ছিল সিপিএমের মুখপত্র গণশক্তির ৫৪ তম প্রতিষ্ঠা দিবস | এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পত্রিকা অফিস উপস্থিত ছিলেন সীতারাম ইয়াচুরি, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এখানেই উপস্থিত হন কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য | আগামী বিধানসভার নির্বাচনে কি ভাবে এগোনো হবে তার একটা প্রাথমিক আলোচনা হয় | ঠিক হয়েছে ব্রিগেডে সভা হবে এবং কংগ্রেস সেখানে উপস্থিত থাকবে |
শুধু আলোচনা নয়, সিপিএম তাদের সংগঠনের মাধমে রাজ্যের বিভিন্ন জেলায় খবর নিয়ে জানতে পেরেছে ভোটার জন্য তাদের দল প্রস্তুত | ফেব্রুয়ারিতেই তারা ঝাঁপিয়ে পড়বে প্রচারে | এই প্রস্তুতি প্রক্রিয়ার অন্যতম ব্রিগেডে সভা | এই সভায় সমস্ত ধর্মনিরপেক্ষ দলকে আমন্ত্রণ জানানো হবে, বাদ থাকবে তৃণমূল | এই সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রিত থাকবেন সোনিয়া এবং রাহুল গান্ধি |
إرسال تعليق
Thank You for your important feedback