২০২০ সালের করোনা এবং দীর্ঘদিন লকডাউনের ফলে দেশের বহু ছোট ব্যবসায়ীর অবস্থা অত্যন্ত খারাপ। ইদানিংকালে দোকানে বিক্রি বাড়লেও পূর্বের অর্থসঙ্কটে তারা বিপর্যস্ত হয়ে ঘুরে দাঁড়াতেই পারছে না। সমস্যা বেড়েছে কয়েকগুণ নেট বাজারের জন্য। এতে বড় বাণিজ্যিক সংস্থারা সুবিধা পেয়েছে কিন্তু ডুবেছে দোকানদার। এই কারণে আগামী বাজেটে ঘুরে দাঁড়ানোর সহযোগিতা চাইল ওই ব্যবসায়ী সংগঠন "ফেডারেশন অফ ইন্ডিয়া ব্যাপার মন্ডল"। এই বিষয়ে তাঁরা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সাক্ষাত চাইছেন বাজেটের আগে।
তাঁদের দাবিতে সুদে ছাড়ের সাথে বাণিজ্যিক ঋণের আবেদন করা হয়েছে। একইসঙ্গে তাঁদের দাবি, আয়কর ছাড়েরও। তাদের দাবি অংশীদারি ব্যবসা এবং সীমিত দায়যুক্ত অংশীদারি সংস্থার (এলএলপি) ক্ষেত্রে আয়করের হার কোম্পানি হারের মতো ২২% করা হোক। প্রসঙ্গত এখন আয়কর দিতে হয় ৩০%।
إرسال تعليق
Thank You for your important feedback