প্রবল তুষারপাতের জেরে হিমাচল প্রদেশের রোহতাংয়ের নবনির্মিত অটল টানেলে আটকে পড়লেন প্রায় ৩০০ জন পর্যটক। রবিবার অনেক চেষ্টার পর হিমাচল প্রদেশের পুলিশ তাঁদের উদ্ধার করেন। কুলুর পুলিশ সুপার গৌরব সিং জানান, শনিবার অটল টানেল দিয়ে মানালি ফিরছিলেন পর্যটকরা। সন্ধ্যার দিকে তুষারপাতের ফলে বরফ ও পিছোল রাস্তার কারণে প্রচুর গাড়ি লাহুলেই আটকে যায়। খবর পেয়ে লাহুল ও কুলু পুলিশ যৌথ উদ্যোগে প্রায় ৭০টি গাড়ি পাঠিয়ে পর্যটকদের উদ্ধার করে।
অটল টানেলটি প্রায় ৯.০২ কিলোমিটার দীর্ঘ। একদিকে কুলু, মানালি ও অপরদিকে লাহুল-স্পিতি জেলার মধ্যে সংযোগ স্থাপন করছে এই টানেলটি। পুলিশ সূত্রে খবর, অটল টানেলের মধ্যে আটকে পড়া সমস্ত পর্যটককে উদ্ধার করা হয়েছে। আর কোথাও কোনও পর্যটক আটকে রয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
উদ্বোধনের পর থেকে ইতিমধ্যেই পর্যটকদের অন্যতম আকর্ষণ এই অটল টানেল। কিন্তু তুষারপাতের ফলে এভাবে পর্যটকরা আটকে পড়ায় কিছুটা চিন্তায় প্রশাসন। আবহাওয়া দফতরের তরফে হিমাচল প্রদেশে আগামী ৫ ও ৮ জানুয়ারিও ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই হলুদ সতর্কতা জারি করেছে হিমাচল প্রশাসন।
إرسال تعليق
Thank You for your important feedback