নতুন ফিল্মে অভিনয় করতে চলেছেন সোনু সুদ। ছবির নাম কিষাণ। পরিচালনা করছেন শূল সিনেমা খ্যাত ই নিবাস। প্রযোজক ড্রিমগার্লের পরিচালক রাজ শাণ্ডিল্য। কৃষকদের দেশের গর্ব বলে অভিহিত করে রাজ নিজেই এই নতুন ফিল্মের কথা ঘোষণা করেছেন। বাকি চরিত্রে কার অভিনয় করছেন তা পরে জানানো হবে।
এই ঘোষণার পরই প্রথম শুভেচ্ছা জানিয়েছে অমিতাভ বচ্চন। টুইটে বিগ বি বলেছেন, কিষাণের জন্য অভিনন্দন সোনু। পাল্টা টুইটে ধন্যবাদ জানিয়েছেন সোনুও। এর আগে সোনু নিজেই বলেছিলেন, এখন প্রযোজক, পরিচালকরা তাঁকে হিরোর রোল দিতে চাইছেন। করোনার লকডাউনের সময় তাঁর সমাজমূলক কাজের পর এমন প্রস্তাব আসতে শুরু করেছে। এছড়া আল্লাদু আদুরল, পৃথ্বিরাজ তামিলাসরণ এবং আচার্য ফিল্মে অভনিয় করছেন তিনি।
إرسال تعليق
Thank You for your important feedback