আজই বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দুর ভাই সৌম্যেন্দু

আজকেই বিজেপিতে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দু। শুক্রবার নন্দীগ্রামে সভায় শুভেন্দু বলেন, কাঁথিতে আজই তৃণমূলকে ঝেঁটিয়ে সাফ করব। সৌম্যেন্দু সহ ১৫ জন কাউন্সিলার বিজেপিতে যোগ দেবেন। সম্প্রতি কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত হয়েছেন সৌমেন্দু অধিকারী। তাঁর জায়গায় এসেছেন সিদ্ধার্থ মাইতি। তিনি তৃণমূল নেতা অখিল গিরি ঘনিষ্ট হিসেবে পরিচিত। তারপর থেকেই সৌম্যেন্দুকে নিয়ে জল্পনা বাড়ে। পাশাপাশি, প্রশাসক বদলকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করেছেন সৌম্যেন্দু। ৪ জানুয়ারি এই মামলার শুনানি। 

শুভেন্দু দল ছাড়ালেও তাঁর বাড়ির অন্যেরা তৃণমূলেই রয়েছেন বলে কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জবাবে শুভেন্দু বলেছিলেন, আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে। শুধু আমার বাড়ির লোক কেন? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকেও পদ্ম ফুটিয়ে আসব।

এদিনের সভায় শুভেন্দু বলেন, ৮ তারিখে নন্দীগ্রামে লক্ষাধিক মানুষের সমাবেশ হবে। নাড্ডা সহ সব রাজ্য নেতারই সভায় থাকবেন। সোনার বাংলা গড়তে চাই, বিজেপিকে আনতে চাই। তৃণমূল বিজেপিকে দেখলে ভূত দেখছে। পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। নন্দীগ্রাম সোনাচুড়া শহিদ মিনার সংলগ্ন মাঠে এই প্রতিবাদ সভা করেন শুভেন্দু। 

প্রসঙ্গত, গত মঙ্গলবার নন্দীগ্রাম এ বজরংবলি পুজো উপলক্ষে নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে পুরাতন বাজার হনুমানজি মন্দির পর্যন্ত শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিলে যোগদানের সময় গড় চক্রবেড়িয়া ভূতার মোড় এলাকায় বিজেপি সমর্থক ও বজরংবলি ভক্তদের ওপর ইট, রড দিয়ে হামলা চালায় একদল দুষ্কৃতী। হামলায় আক্রান্ত হয়েছিলেন সোনাচুড়া ও পার্শ্ববর্তী এলাকার শিশু সহ একাধিক বিজেপি কর্মীসমর্থক।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم