সোমবারেই বাইক মিছিলে বিজেপি দফতরে যাচ্ছেন শোভন-বৈশাখী

একুশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিজেপি। ভোটের আগেই কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক ও  বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সহ আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হয়েছে। এবার সরাসরি বিজেপির হয়ে ভোটের ময়দানে নামছেন শোভন-বৈশাখী। বিজেপি সূত্রে খবর, আগামী ৪ জানুয়ারি আলিপুর থেকে বাইক মিছিল শুরু হয়ে তা পৌঁছবে বিজেপির রাজ্য সদর দফতর পর্যন্ত।

উল্লেখ্য, তৃণমূলের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার পর বছর খানেকের বেশি রাজনীতি থেকে দূরেই ছিলেন শোভন চট্টোপাধ্যায়। এরপর বিজেপিতে যোগ দিলেও তাঁকে দলের কোনও কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়নি। বিজেপির রাজ্য নেতৃত্ব বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে যোগ্য সম্মান না দেওয়ার অভিযোগও উঠেছে বেশ কয়েকবার। এনিয়ে অসন্তোষও প্রকাশ করেছিলেন প্ৰাক্তন মেয়র। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে তাঁর সঙ্গে বৈঠক করলে বরফ গলে বলে খবর। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কলকাতার প্রাক্তন মেয়র এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি থাকার ফলে ওই অঞ্চলের সংগঠন তিনি হাতের তালুর মতো চেনেন। ফলে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভোটে বাজিমাত করতে চাইছে বঙ্গ বিজেপি।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم