'জাতিস্মর' মির্জা গালিবের গল্প শোনাবেন সৃজিত

জাতিস্মর-এর হিন্দি রিমেক করছেন সৃজিত মুখোপাধ্যায়। অন্তত বুধবার টুইটারে সৃজিতের একটি ভিডিও কলের স্ক্রিনশট শেয়ার দেখে তেমনি ইঙ্গিত মিলল। উল্লেখ্য, ৫ জানুয়ারি বিখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমানের জন্মদিন। এদিন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করে তিনি বলেন, মাস কয়েক আগে এ আর রহমানের সঙ্গে এই জুম কল আমার কাছে স্বপ্নপূরণের মতো ছিল। জাতিস্মরের হিন্দি অ্যাডাপ্টেশন 'হ্যায় ইয়েহ ওহ আতিশ গালিব'-এর সংগীতের জন্য প্রস্তাব দিয়েছিলাম মায়েস্ত্রো এ আর রহমানকে। সিনেমায় অ্যান্টনি ফিরিঙ্গির বদলে প্রধান চরিত্র মির্জা গালিব। সৃজিত জানিয়েছেন, এই সিনেমায় ৯টি গান লিখছেন গুলজার। সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন এ আর রহমান। 

২০১৪ সালে মুক্তি পাওয়া সৃজিতের ‘জাতিস্মর’-এ অ্যান্টনি ফিরিঙ্গির চরিত্রে  অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ  ভূমিকায় ছিলেন যিশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়। এই সিনেমার জন্য সেরা সংগীত পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন কবীর সুমন, ‘এ তুমি কেমন তুমি’ গানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন রূপঙ্কর বাগচি। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم