করোনার সংক্রমণ বাড়ায় ব্রিটেনের প্রধানমন্ত্রী প্রজাতন্ত্র দিবসের প্যারেডে আসতে পারছেন না। তাঁরই এবার প্রধান অতিথি হওয়ার কথা ছিল। একেবারে শেষমুহূর্তে তাঁর সফর বাতিল হওয়ার পর বিকল্প খুঁজছে ভারত। জানা গিয়েছে, বরিস জনসনের জায়গায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হতে পারে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজপক্ষেকে।
কেন্দ্রীয় সরকারের সামনে এখন দুটি উপায়। রাজপক্ষে না এলে থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেনাবাহিনীর সুপ্রিম কম্যান্ডার হিসেবে তিনিই স্যালুট নেবেন। ঘটনাচক্রে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এখন কলম্বোয়। সাউথ ব্লকের ধারণা, তাঁর মাধ্যমেই প্রধানমন্ত্রীর দফতর রাজপক্ষেকে আমন্ত্রণ জানাতে পারেন। বিদেশমন্ত্রক অবশ্য এই খবরের সত্যতা স্বীকার বা অস্বীকার কোনওটাই করেনি।
إرسال تعليق
Thank You for your important feedback