ক্রিকেটে অদ্ভূত ভেদাভেদ আছে, চিরকালই ব্যাটসম্যানরাই শীর্ষে থেকেছেন, শেন ওয়ার্ন সর্বোচ্চ উইকেট পাওয়ার পরও সচিনকেই সেরা বলা হত। সচিন বিদায় নেওয়ার পর দুই এক বছরের মধ্যে এক নম্বর স্থানটি দখল করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। অবশ্যই কোহলির বিরাট রেকর্ড, টেস্ট ওয়ান ডে কিংবা টি২০ তে। সারা বিশ্ব মেনেও নিয়েছে তা, এমনকী অস্ট্রেলিয়ার একপেশে মিডিয়ায়ও বলেছে বিরাট থাকা মানেই যে কোনও দলের মাথাব্যথা। সেই বিরাট ফিরে এলেন দেশে পিতৃত্বকালীন ছুটি নিয়ে আর তারপরই হারালেন সেরার শিরোপা।
শুক্রবারে স্টিভ স্মিথ সেঞ্চুরি করার পর তাঁকে পয়লা নম্বরে নিয়ে গেল তাঁর হালফিলের রেকর্ড, অবশ্যই টেস্টের নিরিখে আর সেরা বিচার হয় টেস্টের রানের উপরই। বিরাট ৮৭ টেস্টে ২৭ সেঞ্চুরি সহ ৭৩১৮ রান করেছেন ৫৩.৪১ % তে। পাশাপাশি স্মিথ ৭৬ টেস্টে ২৭ সেঞ্চুরি সহ ৭৩৬৬ রান করেছেন ৬১.৮১ শতাংশে। রানে এবং শতাংশে অনেকটাই এগিয়ে স্টিভ স্মিথ। ২০২০ তে স্মিথ এবং কোহলি কারুরই সেঞ্চুরি নেই কিন্তু বছরের শুরুতে স্মিথ পেয়ে গেলেন শতরান। এখন দেখার কোহলি ফিরে তাঁর জায়গা পুনর্দখল করতে পারেন কিনা !
إرسال تعليق
Thank You for your important feedback