করোনার হাত থেকে রেহাই মিলল না জাপানের এক নম্বর সুমো কুস্তিগীরেরও। তাঁর ঘ্রাণশক্তি হারানোর পর তিনি করোনা পরীক্ষা করেন। এবং দেখা যায় তাঁর করোনা সংক্রমণ হয়েছে। জাপান সুমো অ্যাসোসিয়েশন জানিয়েছে, সুমো তারকা হাকুহো সংক্রমিত হয়েছেন।
সংক্রমণ বাড়ছে। গোটা জাপানেই জরুরি অবস্থা জারির ভাবনাচিন্তার মধ্যেই এই খবর এসেছে। অন্য দেশের তুলনা. সংক্রমণ কম থাকায় জাপানে বিধি অনেকটাই শিথিল। অতিমারীর মধ্যেই রীতিমতো চলেছে সুমো প্রতিযোগিতা। কিন্তু ক্রীড়াজগতেও করোনার থাবা বসেছে। মে মাসে ২৮ বছরের এক সুমো কুস্তিগীরের ভাইরাসে অর্গান ফেলিওর হয়ে মারা গিয়েছেন। গত এপ্রিলে প্রথম সুমো কুস্তিগীর কিয়োকাতা সুয়েতা করোনায় আক্রান্ত হন।
৩৫ বছরের হাকুহোর জন্ম মঙ্গোলিয়ায়। তিনি সবথেকে পুরানো কুস্তিগীর। তিনি নিউ ইয়ারের গ্র্যান্ড সুমো ফেস্টিভালের জন্য তৈরি হচ্ছিলেন। টোকিওতে রবিবার এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। অন্য জাপানি সুমো খেলোয়াড়দেরও করোনা পরীক্ষা করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা জানিয়েছেন, জাপানে ফের জরুরি অবস্থা জারি হবে কিনা তা ঠিক হবে বৃহস্পতিবার। আদৌ এবছর টোকিও অলিম্পিক্স হবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়।
إرسال تعليق
Thank You for your important feedback