কৃষক সমস্যা নিয়ে শুনানি সোমবার, অচলাবস্থায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

কৃষকদের সমস্যা মেটানোয় কোনওরকম উন্নতি হয়নি। বুধবার এই মন্তব্য করেছে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। আগামী ১১ জানুয়ারি কৃষি আইন বাতিলের দাবিতে করা সব তরফের আবেদনের শুনানি হবে। প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি ভি রামসুব্রহ্মণ্যমের বেঞ্চ জানিয়েছে, পরিস্থিতির একেবারেই কোনও উন্নতি হয়নি। কৃষকদের অবস্থা তাঁরা বুঝতে পারছেন। 

তিনটি কৃষি আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে আইনজীবী এম এল শর্মার আবেদনের শুনানির সময় তাঁরা এই মন্তব্য করেন। আবেদনের বক্তব্য, ১৯৫৪ সালের সংবিধান সংশোধনী আইনে কৃষিকে সংযুক্ত তালিকায় রাখা নিয়ম মেনে হয়নি। তা বৈধ নয়। শীর্ষ আদালত ৮ তারিখে শুনানি করতে চাইলেও সরকারি আইনজীবীরা তাতে আপত্তি জানান। ৮ জানুয়ারি কৃষকদের সঙ্গে সরকারের অষ্টম দফার বৈঠক রয়েছে। তাতে মিটমাটের সম্ভাবনা রয়েছে বলেও তারা আদালতকে জানিয়েছেন।

উল্লেখ্য, কৃষি আইনরে বৈধতাকে চ্যালেঞ্জ করে অন্তত ৬টি আবেদন জমা পড়েছে সু্প্রিম কোর্টে। দিল্লি সীমান্ত থেকে কৃষকদের সরিয়ে দেওয়ার আর্জি জমা পড়েছে দুটি। কৃষি আইন বাতিলের দাবিতে গত ২৮ নভেম্বর থেকে দিল্লির সীমান্তে কৃষকরা বসে রয়েছেন।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم