তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত ইংরেজবাজারের নতুন
নগরিয়া গ্রাম। শনিবার গ্রাম্য সালিশি সভাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে
ওঠে। ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে দু'পক্ষের বিরুদ্ধেই। আহত বেশ কয়েকজন।
আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি।
স্থানীয়
সূত্রে খবর, এদিন জমি বিবাদের মীমাংসায় এলাকায় একটি সালিশি সভা বসে।
সেই সালিশি সভাতেই বচসায় জড়িয়ে পড়েন প্রধানের গোষ্ঠী এবং তৃণমূলের অপর
একটি গোষ্ঠী। মুহূর্তে হাতাহাতি শুরু হয় দু'পক্ষের মধ্যে। এই ঘটনাকে
কেন্দ্র করে ব্যাপক বোমাবাজিও এলাকায়। ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন
আহত হয়েছেন।
তবে এই ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীসংঘৰ্ষ বলতে নারাজ স্থানীয়
নেতৃত্ব। তৃণমূলের দাবি, বিজেপির কিছু কর্মী দলে যোগ দিতে চেয়েছিল। তাই
নিয়েই কিছু সমস্যা তৈরি হয়। যারা করেছে তারা আদৌ দলের কর্মী নয়।
অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
إرسال تعليق
Thank You for your important feedback