জমি বিবাদের জের, ব্যবসায়ীকে হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের এক নেতার বিরুদ্ধে। অভিযোগ, জোর করে ওই ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা চলছে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায়। ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনও কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি।  

স্থানীয় এক ব্যবসায়ী রাজীব ভকতের সঙ্গে বেশ কিছুদিন ধরেই  জমি নিয়ে তাঁর প্রতিবেশী প্রেমলতা মণ্ডলের বিবাদ চলছিল। এনিয়ে উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে। এদিকে এই গোলমালের পরিস্থিতির মধ্যেই প্রেমলতা মণ্ডলের পক্ষ নিয়ে আসরে নামেন এলাকার তৃণমূল নেতা বাবলু কর্মকার। অভিযোগ, জোর করে ওই ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা করেন ওই তৃণমূল নেতা ও তার দলবল। ব্যবসায়ী রাজীব ভকত বলেন, তিনি তাঁর জমি টিন দিয়ে ঘিরে রেখেছেন, মাটিও ফেলেছেন। সকালে এসে তিনি দেখেন, বাবলু কর্মকার ও তার লোকজন সেই টিন ভেঙে ফেলেছে। তারা এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। ওই দুষ্কৃতীরা তাঁর বাবা জগদীশ ভকতকে ধাক্কাধাক্কিও করেছে বলে দাবি করেন তিনি।

এদিকে প্রেমলতা মণ্ডলের অভিযোগ, রাজীব ভকত রাতের অন্ধকারে জোর করে তাঁর জমি দখল করে ঘিরে নিয়েছিল। তাঁদের প্রায় সাড়ে ১১ বিঘা জমি ছিল। কিছু জমি বিক্রি করায় এখন সাড়ে ১০ বিঘা রয়েছে। ওই ব্যবসায়ীরা তাঁর জমি জবরদখল করে নিয়েছে, তাকে কেন্দ্র করেই এই বিবাদ। ওই জমিতে তিনি এতদিন ধরে চাষ করছিলেন। তাঁর নিজের ওই জমি ফেরত চাই বলেও দাবি করেন প্রেমলতা।                        

এবিষয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। বিজেপির হরিশ্চন্দ্রপুরের মন্ডল সভাপতি রুপেশ আগরওয়াল বলেন, তৃণমূল হরিশ্চন্দ্রপুরের ব্যবসায়ীদের সুস্থভাবে ব্যবসা করতে দেবে না। আগেও একজন ব্যবসায়ীর সঙ্গে গন্ডগোলে তাদের নাম জড়িয়েছে। আর কয়েক মাস, তৃণমূল আর এই ধরনের ঘটনা ঘটাতে পারবে না। শুধু হরিশ্চন্দ্রপুরের মানুষ নয় সারা বাংলার মানুষ আর এদের চাইছে না, বিজেপিকে চাইছে। 

গোটা ঘটনা নিয়ে চরম অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হরিশ্চন্দ্রপুর ব্লক তৃণমূল সভাপতি মানিক দাস বলেন, এই ঘটনায় যদি দলের কেউ যুক্ত থাকে আইন আইনের পথে চলবে। কেউ আইনের ঊর্দ্ধে নয়। তৃণমূল হিংসায় বিশ্বাস করে না। তবে এগুলো অপপ্রচার ছাড়া কিছু নয়। বিজেপি এসব করেই থাকে, তবে এসব বেশিদিন চলবে না। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم