দ্বিতীয়বার ইমপিচমেন্ট করা হল ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার ইতিহাসে এই প্রথম কোনও প্রেসিডেন্টকে দ্বিতীয়বার ইমপিচ করা হল। গত সপ্তাহে ওয়াশিংটনের ক্যাপটলে সমর্থকদের হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। সেই তাণ্ডবে প্রাণ হারিয়েছেন ৫ জন। শুধু তাই নয়, হাউস অফ রিপ্রেজেন্টেটিভে তাঁর নিজের দল রিপাবলিকানের ১০ জনও ডেমোক্রাটদের সঙ্গে হাত মিলিয়ে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন। ২৩২-১৯৭ ভোট দ্রুত পাশ হওয়া এই প্রস্তাবে মেয়াদ ফুরোনার আগে ট্রাম্পকে অপসারিত করা সম্ভব হবে না। আর ৫ দিন পরই শপথ নিচ্ছেন জো বাইডেন।
তবে সিনেটে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হলে ২০২৪ সালে ফের নির্বাচনে দাঁড়ানো তাঁর পক্ষে সম্ভব হবে না। হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের ইমপিচমেন্টের গৃহীত প্রস্তাবটি সিনেটে পাঠিযে দিয়েছেন। এর আগে ১৯৯৮ সালে বিল ক্লিন্টন, ১৮৬৮ সালে অ্যান্ড্রু জনসন এবং ২০১৯ সালে ট্রাম্পকে ইমপিচ করা হলেও সিনেটে তাঁরা ছাড় পেয়েছিলেন।
إرسال تعليق
Thank You for your important feedback