পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা রাষ্ট্রমন্ত্রী শ্রীপাদ নায়েক। মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী বিজয়ার। সঙ্গী আরএসএসের প্রচারক দীপক দুবেও মারা গিয়েছেন। সোমবার বেশি রাতে কর্নাটকের উত্তর কানাড়া জেলার আঙ্কোলা তালুকে হোসাকাম্বি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, গাড়িতে চারজন যাত্রী ছিলেন। তাঁরা ইয়াল্লাপুর থেকে গোকর্ণে যাচ্ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় ৬৮ বছরের শ্রীপাদকে গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্যক্তিগত একটি অনুষ্ঠান সেরে তাঁরা গোকর্ণের একটি মন্দিরে যাচ্ছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে ফোন পেয়ে গোয়ার মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে পৌঁছোন। যান শ্রীপাদের ছেলেও। হাসপাতাল সবত্রে জানানো হয়েছে, শ্রীপাদ এখন বিপন্মুক্ত। রাতেই ছোটখাটো অস্ত্রোপচার করা হয়েছে। তাঁকে এখন দিল্লি নিয়ে যাওয়ার কোনও প্রয়োজন নেই। গাড়ির চালককে ভর্তি করা হয়েছে অন্য হাসপাতালে।
إرسال تعليق
Thank You for your important feedback