কৃষি আইনের বিরুদ্ধে ক্রমশ বিক্ষোভের সুর চড়াচ্ছেন আন্দোলনকারীরা। এবার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের ‘কিসান মহাপঞ্চায়েত’ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হল হরিয়ানার করনাল শহর। উত্তেজনা এতটাই চরমে পৌঁছায় বিক্ষোভকারীদের হঠাতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। গোটা ঘটনায় সমালোচনার মুখে পড়ছে হরিয়ানা পুলিশ। রবিবার করনালের কাইমলা গ্রামে কৃষকদের সঙ্গে আলোচনার কথা ছিল হরিয়ানার মুখ্যমন্ত্রীর। কেন্দ্রের কৃষি আইনের সুফল তাঁদের কাছে তুলে ধরার কথা ছিল তাঁর। এদিকে সভাস্থলে মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই বিক্ষোভ দেখতে শুরু করেন আন্দোলনরত কৃষকরা। তাঁদের দাবি, কোনওভাবেই তাঁরা কৃষি আইন মেনে নেবেন না। ঝামেলার আঁচ করে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
এদিন প্রথমেই কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষকরা। তাঁদের আটকাতে পুলিশ প্রথমে জলকামান ব্যবহার করে। পরে বিক্ষোভকারীদের হটাতে কাঁদানে গ্যাস শেল ফাটানো হয় বলেও অভিযোগ। এমনকি ব্যারিকেড দিয়েও মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু কৃষকরা ব্যারিকেড ভেঙেই সভাস্থলে পৌঁছে যান প্রতিবাদী কৃষকরা। কয়েক হাজার কৃষক মঞ্চের চেয়ার-টেবিলবিক্ষোভ দেখতে থাকেন। এই পরিস্থিতিতে শেষপর্যন্ত ‘কিসান মহাপঞ্চায়েত’ বাতিল করেন খট্টর।
প্রসঙ্গত, কয়েকদিন আগেও কৃষকদের বিক্ষোভের মুখে পড়ে খাট্টারের কনভয়। সেই ঘটনায় ১৩ কৃষককের বিরুদ্ধে মামলা দায়ের করে হরিয়ানা পুলিস।সেবারও কৃষকদের উপর কাঁদানে গ্যাসের সেল ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করা হয়৷ এদিনও একই ঘটনার পুনরাবৃত্তি।
إرسال تعليق
Thank You for your important feedback