নিরাপত্তার স্বার্থে আমেরিকায় বাতিল ৮ চিনা অ্যাপ

দেশের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে আলিপে, উইচ্যাট পে-সহ ৮টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশ দিলেন আমেরিকার বিদায়ী প্রেসি়ডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রশাসনের আশঙ্কা, এই অ্যাপগুলি নাগরিকদের তথ্য বেজিংয়ের হাতে দিতে পারে। মঙ্গলবার এই নির্দেশিকায় সই করেছেন ট্রাম্প।

এদিকে এই সিদ্ধান্তের জেরে আমেরিকার সঙ্গে চিনের সম্পর্ক আরও অবনতি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। হোয়াইট হাউসের নির্দেশিকায় বলা হয়েছে, যাঁরা এই চিনা অ্যাপ ব্যবহার করবে, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আগামী ৪৫ দিনের মধ্যেই এটি  কার্যকর করা হবে। তবে এব্যাপারে পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এবিষয়ে কথা বলা হয়নি বলেই খবর। আলিপে, উইচ্যাট পে ছাড়াও নিষিদ্ধ হওয়া অ্যাপের তালিকায় আছে ক্যামস্ক্যানার, শেয়ারইট, টেনসেন্ট কিউকিউ, ডব্লিউপিএস অফিস, ভি ম্যাটের মতো কিছু জনপ্রিয় মোবাইল অ্যাপ। উল্লেখ্য, এর আগেও  টিকটককে নিষিদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প, তবে শেষপর্যন্ত তা কার্যকর হয়নি। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم