দাম কমেছে সবজির

শীতকালে মানুষের খিদেটা একটু বাড়েই, পুজো অবধি তরিতরকারির যা বাজার দর ছিল তাতে নাভিশ্বাস উঠেছিল আম বাঙালির। একেই করোনা আবহ তাতে মে মাস থেকে সবজির দাম আকাশচুম্বী হয়েছিল কিন্তু এখন কমেছে অনেকটাই। কাঁচা সবজি যদি পাইকারি দরে কেনা যায় তবে আরও অনেকটা সস্তায় পাওয়া যাবে। গ্রামেগঞ্জে অনেকেই কৃষকদের কাছ থেকে সবজি কেনেন তারাও চালু বাজার দর থেকে অনেক সস্তায় পাবেন কিন্তু শহুরে বাবুরা গ্রাম পাবেন কোথায় আর সময়েই বা কোথায় আজকের জেট যুগে।
আপাতত গড়িয়াহাট কিংবা মানিকতলার বড় বাজারগুলির দর এইরকম : নতুন আলু ৩০ টাকা কিলো, জ্যোতি আলু ২৫ টাকা, পাইকারি বাজারে ১৬-১৭টাকা, চন্দ্রমুখী ২৮টাকা, পাইকারি বাজারে ২০, পেয়াঁজ ৪০ টাকা, পাইকারিতে ২০-২২ টাকা, আদা ৫০ টাকা, কুমড়ো ২০ টাকা, বাঁধা কপি ১০ -১২ টাকা পিস, ফুল কপি ৮-১০ টাকা পিস, পেয়াঁজকলি ৫০ টাকা কিলো, কড়াইশুঁটি ৪০ টাকা, বেগুন ২০ টাকা, টমেটো ৩০ টাকা, কাঁচা লঙ্কা ৮০ টাকা, গাজর ৩০- ৩৫ টাকা, সিম ২০ টাকা, পটল ৮০ টাকা, ঢ্যাঁড়শ ১০০ টাকা কিলো। দাম ছোঁওয়ার মধ্যেই।         


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم