কৃষ্ণের বরে অমর। কৌরব-পাণ্ডবের অস্ত্রগুরু দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা। তাঁকে ভিত্তি করে এবার সায়েন্স ফিকশন সিনেমা বানাচ্ছেন 'উরি: দ্য সারজিকাল স্ট্রাইক' খ্যাত পরিচালক আদিত্য ধর। 'দ্য ইমমর্টাল অশ্বত্থামা', সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। প্রযোজক রনি স্ক্রিউওয়ালা।
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে নতুন সিনেমার দুটি পোস্টার শেয়ার করেছেন ভিকি কৌশল। প্রথম পোস্টারে দেখা যাচ্ছে, একটি হাতের আঙুলে দাঁড়িয়ে রয়েছেন নীল যোদ্ধাবেশের এক ব্যক্তি। ওই আঙুলের মধ্যে লাগানো রয়েছে নানা আধুনিক যন্ত্র। প্রেক্ষাপটে রয়েছে ভবিষ্যতের একটি হাই-টেক শহর। এই নীল পোশাক পরা যোদ্ধাই ভিকি বলে অনুমান। দ্বিতীয় পোস্টারে বিশাল আকারের একটি শিবমূর্তির সামনে হাতজোড় করে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁর হাতে রয়েছে তলোয়ার। পোস্টার শেয়ার করে ভিকির লিখেছেন, 'আমি অভিভূত। উরির দ্বিতীয় বর্ষপূর্তিতে এই টিম আপনাদের কাছে এনেছে 'দ্য ইমর্টাল অশ্বত্থামা'-র দুনিয়ার ঝলক। নতুন এই যাত্রা শুরু করার জন্য আর যেন অপেক্ষা করতে পারছি না।' এবছরের এপ্রিল মাস থেকেই শুরু হবে সিনেমার শ্যুটিং।
Overwhelmed and ecstatic !
— Vicky Kaushal (@vickykaushal09) January 11, 2021
On the 2nd anniversary of 'URI-The Surgical Strike' , the team gives you a glimpse into the world of #TheImmortalAshwatthama
Cannot wait to get onto this journey with the dream team of @AdityaDharFilms @RonnieScrewvala @RSVPMovies @soniakanwar22 pic.twitter.com/tYOVQ4FG1P
إرسال تعليق
Thank You for your important feedback