উত্তর বা দক্ষিণ মেরু নয়, এটা ভারতের জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর রেল স্টেশন। সম্প্রতি দুটি ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছে ভারতীয় রেল। দুটি ভিডিও দেখেই তাজ্জব নেটিজেনরা। কয়েক ফুট পুরু বরফের নীচে চাপা পড়ে যাওয়া রেল লাইন, প্ল্যাটফর্ম উদ্ধার করার চেষ্টা করছেন রেলকর্মীরা। এই কাজের দুটি ভিডিও শেয়ার করেছে রেল। একটি ডিজেল ইঞ্জিনে লাগানো বিশেষ যন্ত্রের সাহায্যে বরফ সরানো হচ্ছে। যা রীতিমতো ভাইরাল হয়েছে। নেটিজেনরা এটির নাম দিয়েছেন ‘পোলার এক্সপ্রেস’।
শ্রীনগর রেলস্টেশন শীতে কয়েক ফুট বরফের তলায় চলে গিয়েছে। রেল লাইন, প্ল্যাটফর্ম ও সাইডিংয়ে দাঁড় করানো কামরার ওপরেও পুরু তুষারের স্তর। প্রকৃতির অপার সৌন্দর্যের মধ্যেই এই রেলস্টেশন। এখানেই রেললাইন থেকে বরফের আবরন পরিস্কার করার কাজ চলছিল। যার ভিডিও শেয়ার করা হয় ভারতীয় রেলের অফিসিয়াল টুইটার হ্যন্ডলে। ভিডিও দুটি দেখলে বিস্ময়ে হতবাক হতে হয়। পরের ভিডিওতে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বরফের রহস্যময় জগতের চিত্র ফুটে উঠছে। সাদা ক্যানভাসের পটভূমিকায় ঝিরঝিরে তুষারপাতের মধ্যেই একটি ডিজেল ইঞ্জিন হর্ন দিতে দিতে বরফ সরানোর কাজ করছে।
দেখুন সেই মন ভালো করা ভিডিও দুটি….
One of the most spectacular view this winter!
— Ministry of Railways (@RailMinIndia) January 9, 2021
Srinagar Railway station- encompassed by Nature's snow blanket & Track Maintenance operations underway to clear the snow from the railway tracks. pic.twitter.com/uE4OzXZyeV
إرسال تعليق
Thank You for your important feedback