সুযোগ পেয়েই জাত চেনালেন ওয়াশিংটন সুন্দর

ভারতীয় দল যখন কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে। চোটের কারণে সিরিজ বাদ থেকে পড়েছেন বেশ কয়েকজন প্রথমসারির ক্রিকেটার। ফলে আচমকাই সুযোগ এসে যায় কয়েকজন তরুণ ক্রিকেটারের সামনে। এই পরিস্থিতিতে টেস্টের অভিষেক ম্যাচে ‘খেল’ দেখালেন ওয়াশিংটন সুন্দর। গাব্বা টেস্টের প্রথম ইনিংসে বল হাতে তিনটি উইকেট পেয়েছিলেন তিনি। এবার ব্যাট হাতেও কামাল দেখালেন এই তরুণ অলরাউন্ডার। ভারতের প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা যখন এক এক করে অজি বোলারদের কাছে আত্মসমর্পণ করেছেন। সেই সময় ব্যাট হাতে ৬২ রানের দুরন্ত ইনিংস খেললেন ওয়াশিংটন সুন্দর।  যদিও ক্রিজে তাঁর সঙ্গী ছিলেন শার্দুল ঠাকুর। তিনি ৬৭ রান করে প্যাট কামিন্সের বলে আউট হয়ে যান। কিন্তু আরও কিছুক্ষণ অজি বোলারদের কামানের মুখে দাঁতে দাঁত চেপে লড়াই চালালেন নবাগত অলরাউন্ডার। আর এই দুজনের কাঁধেই ভর করে অস্ট্রেলিয়ার করা ৩৬৯ রানের কাছাকাছি পৌঁছে দিল টিম ইন্ডিয়াকে।


গাব্বা টেস্টে তাঁর সিলেকশান নিয়ে প্রশ্ন উঠেছিল, সুন্দরকে কেন কুলদীপ যাদবের আগে সুযোগ দেওয়া হল? এদিন ব্যাট হাতে তাঁরই কড়া ভাষায় জবাব দিলেন ওয়াশিংটন সুন্দর। টি নটরাজনের পর কার্যত নিজেকে প্রমাণ করার সুযোগ পেলেন সুন্দর। সেই সুযোগকেই কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা তাঁর।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم