কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্প শেষপর্যন্ত মানতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কেন্দ্র তাদর কাছে আবেদনকারী কৃষকদের তথ্য দিলে, তা যাচাই করে দেবে রাজ্য। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কে তিনি তা জানিয়েও দিয়েছেন। মমতার কথা, যাদের দু’একর জমি আছে, বাড়তি কিছু টাকা পেলে পাক। সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোয় আপত্তি জানিয়েছিল রাজ্য। এর পিছনে রাজনৈতিক মতলব রয়েছে বলেও অভিযোগ করা হয়েছিল।
মুখ্যমন্ত্রীর দাবি ছিল, টাকা রাজ্য সরকারের হাতে দেওয়া হোক। উপভোক্তাদের কাছে রাজ্যই তা পৌঁছে দেবে। কেন্দ্র সেই প্রস্তাব মানেনি। মমতা বলেন, পাছে রাজ্যের কাছে তথ্য থাকে, তাই কেন্দ্রীয় একটি পোর্টাল করে ২০-২২ লক্ষ লোকের নাম নিয়েছে। উল্লেখ্য, রাজ্যের কৃষকবন্ধু বনাম কেন্দ্রের পিএম কিষাণ প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরেই তরজা চলছে। রাজ্যের প্রকল্পে ৭০ লাখ কৃষক উপকৃত হচ্ছেন। অথচ কেন্দ্রীয় প্রকল্পে ২ একর জমির মালিকরাই বছরে ৬ হাজার টাকা পাবেন। সেই সুবিধা পাবেন বড়জোর ২০-২১ লাখ কৃষক। রাজ্যের প্রকল্পে ১ কাটা জমির মালিকরাও টাকা পান। কিষাণ সম্মান নিধিতে বছরে তিন কিস্তিতে কৃষকরা পান ৬ হাজার টাকা। গত মাসেই কিষাণ সম্মান নিধির এক কিস্তির টাকা দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছিলেন, রাজনৈতিক কারণে বাংলার কৃষকদের বঞ্চিত করছে রাজ্য সরকার।
إرسال تعليق
Thank You for your important feedback