অবসর না নিয়ে খেলার সিদ্ধান্ত গেইলের

বছরের প্রথম দিনেই ক্রিকেট মহলে চমক আনলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। ৪১ বছর বয়সেও নিজের লক্ষ্যেই স্থির থাকছেন গেইল। অবসর না নিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২২ সালে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা ঘোষণা করলেন। আল্টিমেট ক্রিকেট চ্যালেঞ্জ (ইউকেসি) চলাকালীন গেইল খেলা চালিয়ে যাবেন কিনা প্রশ্ন করলে তিনি বললেন, “হ্যাঁ, নিশ্চয়ই, অবসরের কোনও চিন্তাই নেই এখন। আমি বিশ্বাস করি আমি আরও পাঁচবছর খেলতে পারব, তাই ৪৫ বছরের আগে অবসরের কোনও সম্ভাবনাই নেই। আর আমি আরও দুটি বিশ্বকাপ খেলব।”

দুবাইয়ে অনুষ্ঠিত ১৩ তম আইপিএলে ক্রিস গেইল সাত ম্যাচ খেলে ২৮৮ রান করেছিলেন। তার মধ্যে ৩ বার অর্ধশতরান ও একবার ৯৯ রান করেছিলেন।গড় ৪১.৪ ও স্টাইক রেট ১৩৭.১৪।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم