তোলার টাকা না দেওয়ার গৃহবধূকে মার

তোলার টাকা না দেওয়ায় আক্রান্ত এক গৃহবধূ ও তাঁর পরিবারের সদস্যরা। বুধবার ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার রাধানগর এলাকায়। পেশায় সিকিউরিটি গার্ড অরুণ ঘোষ ও তাঁর পরিবার বছর দেড়েক আগে রাধানগর উত্তরপাড়ায় একটি ছোট টিনের বাড়ি তৈরি করেন। অভিযোগ, ওই বাড়ি তৈরির সময় থেকেই স্থানীয় একটি ক্লাবের সদস্যরা দশ হাজার টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। কোনরকমে সংসার চলে ওই পরিবারের। ফলে টাকা দিতে না পারায় প্রতিনিয়ত চলছিল হুমকি।

আক্রান্তদের অভিযোগ, ওই ক্লাবের সদস্যরা টাকা না দিতে পারায় এদিন জোর করে ওই পরিবারের ইলেকট্রিক তার কেটে দেয় ও এলাকা ছাড়ার হুমকি দেয়। বাধা দিতে গিলে ব্যাপক মারধরও করে মহিলাকে। এবিষয়ে  নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেছেন নির্যাতিতা মহিলা। এদিকে ঘটনার কথা কার্যত অস্বীকার করে মূল অভিযুক্ত নারদ নস্কর জানান, বেআইনিভাবে হুকের লাইন নিয়ে ইলেকট্রিক ব্যবহার করছিল ওই পরিবার। সেকারণেই তার কেটে দিয়েছি। কোনও টাকা চাওয়া হয়নি বা মারধরও করিনি। বরং ওই মহিলার মেয়ে আমাদের গ্রামের দুই মহিলাকে মারধর করেছে। পাশাপাশি গ্রামের সকলকে গালিগালাজ করায় গ্রামের মহিলারাই গিয়ে যা করার করেছে। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন দক্ষিণ ২৪ পরগণা পূর্ব জেলার বিজেপি সহ সভাপতি বসন্ত শেঠিয়া। তিনি জানান, এটাই তৃণমূলের চরিত্র। যাওয়ার সময় এসব করে বেড়াচ্ছে। তবে যা করেছে করেছে আর করতে পারবে না। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم