নিতান্ত স্বামী-স্ত্রীর ঝগড়া, আর তাতেই বলি হতে হল দুই শিশুকন্যাকে। মায়ের হাতে খুন হতে হল দুই শিশুকন্যাকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলায় চাচোল থানার অনুপনগর গ্রামে। মৃত দুই কন্যা সন্তানের নাম মাধবী মন্ডল (১০) ও জয়শ্রী মন্ডল (৮)। অভিযুক্ত মায়ের নাম মাম্পি মণ্ডল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চঞ্চল মণ্ডল তাঁর স্ত্রী, শাশুড়ি ও দুই মেয়েকে নিয়ে থাকতেন। শনিবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে রাতের খাবার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলা হয়। তবে বচসার পর যে যাঁর মত রাতে ঘুমিয়েও পড়েন।
রবিবার সকালে প্রতিবেশীরা দেখতে পান দুই শিশুর দেহ বাড়ির পাশেই একটি পুকুরে ভাসছে। তাঁরা সঙ্গে সঙ্গেই চঞ্চলবাবুকে খবর দেন। মৃত দুই শিশুর বাবা চঞ্চল মণ্ডলের দাবি, তাঁর মেয়েদের খুন করেছে স্ত্রী। তিনি বলেন, বড় মেয়ে তাঁর পাশেই ঘুমিয়ে ছিল। ভোরের দিকে দুই মেয়ের কথাও শুনেছেন তিনি। এরপর সকালে হঠাৎই তাঁর স্ত্রী এসে বলেন দুই মেয়েকে পুকুরের জলে ডুবিয়ে দিয়েছেন। তড়িঘড়ি ওই পুকুরের কাছে গিয়ে দেখা যায় দুই মেয়ের মৃতদেহ ভাসছে। দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত থাকার কারণেই তাঁর স্ত্রী মাম্পি এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন তিনি। তবে তাঁর অভিযোগের ভিত্তিতে মাম্পি ও তাঁর মাকে আটক করেছে চাঁচল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
إرسال تعليق
Thank You for your important feedback