দীর্ঘ প্রতীক্ষার পর নিজের জন্মদিনেই ‘কেজিএফ ২’ -এর টিজার প্রকাশ করে চমক দিয়েছিলেন কন্নড় অভিনেতা যশ। টিজারটি মুক্তি পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ভিউ হয়েছে ৭ কোটি ৮০ লাখ! আর ৪ দিন পরেও ২ মিনিট ১৭ সেকেন্ডের এই টিজারের ভিউ ছাড়িয়েছে ১০ কোটি ৪০ লাখ। একদিনের ভিউ বিচারে বিগ বাজেটের এই কন্নড় সিনেমার টিজারটি ইতিমধ্যেই রেকর্ড ভেঙেছে বলেই মত নেটিজেনদের।
কন্নড় সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ : চ্যাপ্টার ১’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। শুধু দক্ষিণেই নয়, সারা ভারতেই বক্স অফিসে ব্যাপক আলোড়ন ফেলেছিল এই সিনেমা। কন্নড় ছাড়াও হিন্দি, তেলুগু, তামিল এবং মালয়ালম ভাষায় ডাবিংও করা হয়েছিল এটি। আর এই সাফল্যের পরই সিনেমাটির চ্যাপ্টার ২ বানানোর পরিকল্পনা নেন নির্মাতারা। ‘কেজিএফ ২’-এ ভিলেন 'অধিরা'-র ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রবিনা ট্যান্ডনকে।
A groundbreaking marvel ❤️💥🎉#KGF2Teaser100MViewshttps://t.co/B4LdAg8YiC@VKiragandur @TheNameIsYash @prashanth_neel @hombalefilms @duttsanjay @TandonRaveena@SrinidhiShetty7 @prakashraaj @BasrurRavi @bhuvangowda84 @excelmovies @AAFilmsIndia @VaaraahiCC @PrithvirajProd pic.twitter.com/XQd1oFPw3w
— KGF The Film (@KGFTheFilm) January 9, 2021
إرسال تعليق
Thank You for your important feedback