প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ফের বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। প্রাথমিকে নিয়োগে মেধা তালিকায় গরমিল এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সোমবারই এই মামলার শুনানি ছিল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। এদিনের শুনানি শেষে বিচারপতি জানিয়ে দিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখতে হবে। আপাতত ৪ সপ্তাহের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে বিধানসভা ভোটের আগে নিয়োগপ্রক্রিয়া শেষ হওয়ার কোনও সম্ভাবনাই আর রইল না।
সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৬,৫০০ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ। এই প্রক্রিয়ায় অনিয়ম এবং প্যানেলে গরমিল রয়েছে বলে দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ। ২০১৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরাই এই আবেদন করেন। তাঁদের অভিয়োগ, কোনও মেধাতালিকা বা প্যানেল প্রকাশ না করে শুধুমাত্র SMS করে যোগ্য ব্যক্তিদের তলব করছে সংসদ। ফলে মেধা তালিকা না থাকায় বোঝা যাচ্ছে না যোগ্য প্রার্থীরা সুযোগ পাচ্ছেন কিনা। এতে দুর্নীতির সম্ভবনাও উড়িয়ে দিচ্ছেন না মামলাকারীরা। এই মামলার শুনানিতেই সোমবার প্রাথমিকে নিয়োগে অন্তর্বতী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
إرسال تعليق
Thank You for your important feedback