গত কয়েক বছরকে ছাপিয়ে এবারে যেন জনসংখ্যার রেকর্ড গড়তে চলেছে বাম কংগ্রেস এবং আব্বাসের দলের ব্রিগেড সমাবেশ। লালে লাল করতে চাইছে তারা আজ শহর কলকাতাকে। ব্রিগেডের দিকে তাকালে মনে হবে বসন্তের মধ্যভাগে যেন এক ঝাঁক পলাশ ফুল ফুটে রয়েছে। নানান মাপের রঙিন ব্যানার-ফেস্টুনের ছড়াছড়ি শহর কলকাতায়। কেউ বাসে, কেউ ট্রাকে এবং বেশির ভাগটাই ট্রেনে আসছেন কলকাতার ব্রিগেডে যোগ দিতে। যুবাদের হাতে দলীয় পতাকার সাথে রয়েছে নানান মজাদার ছড়ার প্ল্যাকার্ড। আবার রয়েছে মোদি, মমতা, গ্যাস পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে ব্যাঙ্গ চিত্রও। সাজ পোশাকের বহু আজ বদলে গিয়েছে।
পোশাকের প্রাচীনত্ব ছেড়ে রঙিন হয়ে রয়েছে বাম যুব মহল। ইডেনের ক্রিকেটের দিন যেমন দেখা যায় তেমন কারুর কারুর মুখে লাল রং, তেরঙাও আছে। CN ওয়েব পোর্টালকে দেখে উত্তেজিত ভাবে তাদেরই একটি দল ভিআইপি রোডে দাঁড়িয়ে গেল। জানালেন, দেখছেন তো আজ আমরা তরুণরা এক হয়েছি, মিডিয়াতে একটু বলুন। এক প্রশ্নের উত্তরে জানালেন, লিখে নিন এবারের ভোটে আমরাই ফ্যাক্টর। কাজ চাই, মূল্যবৃদ্ধি চলবে না, ফ্যাসিস্ট শক্তি আর ফ্যামেলি কোম্পানি এবার বিদায় হোক ..ইত্যাদি। সবই তো ঠিক আছে কিন্তু তোমরা এই দুর্বল অবস্থায় কি করতে পারো ? পাস দিয়ে চলে যাওয়া এক সিদ্দিকীর অনুগামী ভরা ট্রাক দেখিয়ে বললো, দেখেছেন শক্তি।
إرسال تعليق
Thank You for your important feedback