তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ জমা দিলেন দুই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও পি পি চৌধুরী। ৮ ফেব্রুয়ারি প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে মহুয়ার মন্তব্যের জন্যই এই নোটিশ। রাষ্ট্রপতির ভাষণ বিতর্কে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈর কাজকর্ম নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন বলে তাঁদের অভিযোগ। অথচ সংসদে বিচারপতিদের আচরণ বা দায়িত্ব নিয়ে কোনও বিরূপ মন্তব্য করা যায় না। মহুয়ার বক্তৃতা সোশাল মিডিয়াতেও ছড়িয়েছে। তাই সাংসদদের স্বাধিকারভঙ্গ হয়েছে। উল্লেখ্য, তাঁর বক্তৃতায় মহুয়া বিচারবিভাগ নিয়ে কিছু গুরুতর অভিযোগ তুলেছিলেন। পরে তাঁর বক্তৃতার ওই অংশ লোকসভার কার্যবিরবণী থেকে বাদ দেওয়া হয়। অন্যদিকে, বিশিষ্ট অর্থনীতিবিদ কৌশক বসু মহুয়ার বক্তৃতাকে সাহসী এবং সত্যনিষ্ঠ বলে বর্ণনা করেছেন।
إرسال تعليق
Thank You for your important feedback