নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন সোমবার, দেখে নিন সূচি

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারিত নতুন মেট্রো পথের। হুগলির ডানলপ ময়দান থেকে রিমোর্টের মাধ্যমেই উদ্বোধন করবেন তিনি। তবে সোমবার উদ্বোধন হলেও সাধারণ যাত্রীদের নিয়ে এই পথে মেট্রো ছুটবে মঙ্গলবার থেকে। ওই দিন থেকেই নিউ গড়িয়া থেকে সরাসরি মেট্রো পৌঁছাবে দক্ষিণেশ্বরে। কলকাতা মেট্রো সূত্রে জানানো হয়েছে, কাজের দিনে দৈনিক ২৪৪টি ট্রেন পৌঁছাবে দক্ষিণেশ্বরে। আর শনিবার বা ছুটির দিনে চলবে ২২৮টি ট্রেন। অফিস টাইমে ৬ মিনিট অন্তর চলবে মেট্রো। দুরত্ব বাড়লেও সর্বোচ্চ ভাড়া বাড়ছে না। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের মধ্যে থাকছে মাত্র একটি স্টেশন, সেটি বরাহনগর। সাধারণ নিত্যযাত্রীদের মতে, এই রুটে মেট্রো চালু হলে সুবিধা হবে বিস্তৃর্ণ এলাকার বাসিন্দাদের। কারণ অফিস টাইমে আর বাদুড়ঝোলা হয়ে লোকাল ট্রেন ধরে দমদম আসতে হবে না ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষদের। বিটি রোড ধরে সহজেই বরাহনগর বা দক্ষিণেশ্বরে গিয়ে মেট্রো ধরে গন্তব্যে পৌঁছাতে পারবেন অফিসযাত্রীরা।

 

দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি…

সোম থেকে শুক্র কাজের দিনে-

 

শনিবার বা ছুটির দিনে-



 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم