ডার্বিতে লজ্জার হারের ক্ষত এখনও সারেনি। এরমধ্যেই মঙ্গলবার নর্থইস্ট ইউনাইটেডের কাছে হারলো রবি ফাওলারের দল। এদিন এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জন আব্রাহামের দল জিতল ২-১ গোলে। হারের কারণ হিসেবে ফুটবল বিশেষজ্ঞদের বক্তব্য, ঠিকঠাক দলই গঠন করতে পারেনি লাল-হলুদের প্রধান এবং সরকারি কোচ। লাল-হলুদের আপফ্রন্ট বলে মঙ্গলবার ফাতোরদা স্টেডিয়ামে কিছুই ছিল না। ছিলেন না ব্রাইট ও পিলকিনটন। ফলে নর্থইস্টের পেনাল্টি বক্সের কাছাকাছি এসে খেই হারিয়ে ফেলছিলেন আমাদিরা।
কোচ রবি ফাওলার বিদেশি তারকাদের নামে যাঁদের দলে এনেছেন, তাঁরাও চূড়ান্ত ব্যর্থ। যদিও আইএসএল-এর মাঝপথে দলে আসা ব্রাইট এনোবাখারে কিছুটা উন্নতি করেছিলেন দলের, এদিন তাকেও দলে রাখেননি নির্বাসিত রবি ফাওলার। ফলে যা হওয়ার তাইই হল। এসসি ইস্টবেঙ্গল হারল খালিদ জামিলের ক্ষুরধার ফুটবল মস্তিষ্কের কাছে। এদিন প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই গোল হজম করল এসসি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিপি সুহেরের গোল এবং ৫৫ মিনিটে স্বার্থক গোলুইয়ের আত্মঘাতী গোল। এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি ফাওলারের ছেলেরা। যদিও ম্যাচের শেষ লগ্নে সেই স্বার্থক গোলুই গোল করে নিজের প্রায়শ্চিত্র করলেন বটে, কিন্তু দলের হার বাঁচাতে পারলেন না। যারফলে একশো বছরের ইস্টবেঙ্গল চলতি বছরেই সবচেয়ে খারাপ অবস্থায় আছে। ঘটা করে আইএসএল খেলার সুযোগ পেলেও বিশ্রী দল গঠন ও ততোধিক বিশ্রী খেলা শতবর্ষে পড়া ক্লাবকে খাদের অতলে তলিয়ে দিল। ফলে আইএসলে ১৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শেষের দিকেই শেষ করছে এসসি ইস্টবেঙ্গল।
إرسال تعليق
Thank You for your important feedback