গতবছরের এপ্রিলের আগে পূর্ব লাদাখে যে যেখানে ছিল সেখানেই ফিরে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে ভারত ও চিন। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা সরানোর বিষয়ে প্রস্তাব কার্যকর করা হয়েছে। হিন্দু সংবাদপত্র জানাচ্ছে, চুক্তি অনুসারে চিন প্যানগং লেকের উত্তর তীরে ফিঙ্গার এরিয়া খালি করে দেবে। ভারতও লেকের দক্ষিণে সুবিধাজনক অবস্থান থেকে নেমে আসবে। এই পরিকল্পনায় ডেপসাং ও চার্দিং নিংলুং নালা নেই। এনিয়ে পরের বৈঠকে ফয়সালা হবে।
২৪ জানুয়ারি কোর কম্যান্ডার স্তরের নবম বৈঠকের এইসব সিদ্ধান্ত হয়েছিল। তা অনুমোদন করে সরকার। গত ২ দিন ধরে তা কার্যকর করা হচ্ছে। সেখানকার কম্যান্ডাররা দিনে দুইবার নিজেদের মধ্যে কথা বলছেন। সব সেক্টরেই এপ্রিলের আগেকার অবস্থানে বাহিনী ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। আগামী ২-৩ দিনেই সেনা সরানোর বিষয়টি পরিষ্কার নজরে আসবে। চিন প্রকৃতই কতটা আগ্রহী তা বোঝা যাবে। ঠিক হয়েছে, শুধু সেনা জওয়ানই নয়, সাঁজোয়া গাড়ি, তাঁবু, ক্যাম্পও সরানো হচ্ছে। গত এপ্রিলে পূর্ব লাদাখ সীমান্তে দুই দেশ সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। ভারত ভূখণ্ডের ৮ কিলোমিটার পর্যন্ত ঢুকে পড়েছিল চিন। ফলে ৪ নন্বর ফিঙ্গার এরিয়ায় যেতে পারছিল না ভারতীয় সেনা। এছাড়া, গালওয়ান, গোগরা-হটস্প্রিংস ও পানগং লেকের দক্ষিণ পার নিয়েও সংঘাত রয়েছে। গত ১৫ জুন এই সীমান্তেই সংঘর্ষে শহিদ হয়েছিলেন ২০ ভারতীয় জওয়ান।
إرسال تعليق
Thank You for your important feedback