ভারতের অন্যতম সেরা স্পিনার হরভজন সিং। একসময় ভারতীয় ক্রিকেট দলকে বহু সাফল্য এনে দিয়েছেন। তাঁকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আবিষ্কার বলা যেতেই পারে। সৌরভের ক্যাপ্টেন্সিতে উঠে এসেছিল এক ঝাঁক নতুন মুখ, শেহবাগ, যুবরাজ সিং, মহম্মদ কাইফ, জাহির খান, গৌতম গম্ভীর বা হরভজন সিংয়ের মতো তারকারা। এরা সবাই দাদার ঘনিষ্ঠ এবং গ্রেগ চ্যাপেলের চোখের বালি হয়েছিলেন একসময়। ভারতের হয়ে চুটিয়ে খেলে বহু রেকর্ড করেছেন ভাজ্জি। বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্যও ছিলেন। বোলার হলেও ব্যাটের হাতটি কিন্তু মন্দ ছিল না হরভজনের। দু-দুটি সেঞ্চুরি আছে টেস্ট ক্রিকেটে। খেলা ছাড়ার পর আইপিএলে খেলে গেছেন হরভজন।
করোনা কালে দুবাইয়ের আইপিএল থেকে যদিও নিজেকে সরিয়ে নিয়েছিলেন শেষ মুহূর্তে। ফলে এবারে খেলোয়াড় অকশনের আগেই চেন্নাই সুপার কিংস থেকে তাঁকে বাদ দেওয়া হয়। আর আইপিএল মিনি অকশনে শেষ মুহূর্তে ভাজ্জিকে কিনে নেয় শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। ফলে আসন্ন আইপিএলে ৪০ বছরের ভাজ্জিকে হয়তো শেষ বারের মতই পাবে শাহরুখের দল। কলকাতা তাঁর প্রিয় মাঠ, এখানেই তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। ফলে শেষ বারের আইপিএল চির স্মরণীয় করে রাখতে চেষ্টার কসুর করবেন না ভাজ্জি। অপেক্ষায় কেকেআর সমর্থকরা।
إرسال تعليق
Thank You for your important feedback