দেশে মতপ্রকাশের স্বাধীনতার অভাব নিয়ে তৃণমূলের অভিযোগের জবাবে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ডেরেক ওব্রায়েন ভালো শব্দ বেছেছেন, মতপ্রকাশের স্বাধীনতা, ভীতিপ্রদর্শন। যখন তাঁর কথা শুনছিলাম, ভাবছিলাম তিনি পশ্চিমবঙ্গের কথা বলছেন কিনা। নাকি বলছেন দেশের কথা। ২৪ ঘণ্টা তিনি সেখানে এটাই দেখেন। তাই এখানেও সেই কথাই বলেছেন। সোমবার রাজ্যসভার রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদজ্ঞাপন বিতর্কে জবাবি ভাষণ দেন মোদি। তিনি ভাষণ শুরু করতেই তৃণমূলের সাংসদরা ওয়াকআউট করেন।
মোদি বলেন, ভারত গণতন্ত্রে ধাত্রীমাতা। রাষ্ট্রপতির ভাষণ বিরোধীরা বয়কট করেছেন। কিন্তু না ভাষণ না শুনেও তাঁরা বিতর্কে অংশ নিয়েছেন। ভাষণের জোর এতটাই ছিল। তাঁরা থাকলে ভালো হত। তাঁর কথা, কোরনা মোকাবিলা কোনও দল বা সরকারের কৃতিত্ব নয়। এই কৃতিত্ব সব নাগরিকের। সারা দুনিয়া ভারতের শক্তির পরিচয় পেয়েছে। ভারত সবরকমের সুযোগের দেশ। দেশ স্বপ্ন সাকা করার লক্ষ্যে এগোচ্ছে। এই স্বপ্ন হারিয়ে যেতে দেব না।
إرسال تعليق
Thank You for your important feedback