প্রভাস মানেই পাওয়ার প্যাক অ্যাকশন হিরো। কিন্ত এবার একদম নয়া অবতারে সামনে আসছেন তিনি। হালকা তুষারপাত, তার মধ্যে দিয়ে হেঁটে আসছেন প্রভাস। পরনে লাল কোট, মুখে হালকা হাসি। সম্প্রতি মুক্তি পেয়েছে 'রাধে শ্যাম'-এর প্রিটিজার। সেখানেই দেখা মিলল 'বাহুবলী'-এই প্রেমিক সত্তার। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে প্রি-টিজারটি। নির্মাতারা জানিয়েছেন ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিনই মুক্তি পাবে 'রাধে শ্যাম'-এর টিজার। দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন প্রভাস। স্বভাবতই দারুণ খুশি ফ্যানেরা।
এই প্রথমবার পূজা হেগড়ের সঙ্গে জুটি বাঁধছেন প্রভাস। পরিচালনায় রয়েছেন রাধাকৃষ্ণ কুমার। সিনেমার মূল বিষয় একটি প্রেমের কাহিনী। ইউরোপকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই গল্প। সিনেমায় অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ভাগ্যশ্রী, প্রিয়দর্শী, মুরলি শর্মা, কুণাল রায় কাপুর প্রমুখ। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে 'রাধে শ্যাম'। সঙ্গীত পরিচালনা করছেন মিঠুন। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল শ্যুটিং। পরে আনলক পর্বে ইউরোপে গিয়ে শ্যুটিং শেষ হয়।
إرسال تعليق
Thank You for your important feedback